** বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদনের জন্য নিম্নলিখিত ধাপসমূহ সঠিকভাবে সম্পন্ন করতে হবে **
ধাপ -১:
- প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় এর ওয়েবসাইটের (www.boiler.gov.bd) Home Page টি ওপেন করুন।
- Home Page এর মেন্যু বার থেকে অনলাইন আবেদন সংক্রান্ত মেনুর “বয়লার ব্যবহারের সনদ নবায়নের
আবেদন” এ ক্লিক করুন অথবা
- সরাসরি eservices.boiler.gov.bd ওয়েব অ্যাপ্লিকেশন টি ভিজিট করুন।
ধাপ ২:
ক. (রেজিস্টার্ড ইউজার হলে)
- ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করুন ।
খ. (রেজিস্টার্ড ইউজার না হলে)
- নতুন ইউজার হলে ওয়েবপেজের ডান সাইডে অবস্থিত Register বাটনে ক্লিক করুন।
- রেজিস্ট্রেশন ফরম যথাযথভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন
- মনে রাখবেনঃ ইমেইল ভেরিফিকেশন এর মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন টি অ্যাক্টিভ করুন। উল্লেখ্য যে ভেরিফিকেশন ইমেইলটি spam/inbox এ যেতে পারে। যদি spam এ support@boiler.gov.bd নামক ইমেইলটি থাকে, তবে উক্ত ইমেইলটিকে Not Spam করে ইনবক্সে নিয়ে আসুন। অতঃপর ইমেইলটি open করে Activation Link এ ক্লিক করতে হবে। এভাবেই আপনার একাউন্ট ভেরিফাইড হবে।
- ষে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় এর ওয়েব এপ্লিকেশন এ লগইন করুন।
ধাপ ৩:
- Login Page এ ইউজার আইডি(ইমেইল) ও পাসওয়ার্ড দিয়ে Login করুন।
- এরপর “প্রত্যয়ন পত্র নবায়ন” মেন্যুতে ক্লিক করুন
- ড্রপডাউন মেন্যু থেকে যদি আপনি ইতিমধ্যে কোন বয়লার অনলাইনে নিবন্ধন করে থাকেন তবে “আমার একাউট থেকে” বাটনে ক্লিক করুন, আর যদি আপনি অনলাইনে কোন বয়লার নিবন্ধন না করে থাকেন তবে “অন্য একাউন্ট থেকে” বাটনে ক্লিক করুন।
- এরপর ওপেন হওয়া পেজ এ আপনার বয়লারের নিবন্ধন নম্বরটি এন্টার করুন এবং অনুসন্ধান করুন বাতনে ক্লিক করুন।
- এরপর ওপেন হওয়া পেজ এ আপনার বয়লারের নিবন্ধন নম্বর, প্রতিষ্ঠানের নাম, মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, ফি এর পরিমান দেখা যাবে।
- এরপর বয়লারটির তথ্য নিশ্চিত হয়ে “বয়লার নবায়ন” বাটনে ক্লিক করুন।
- এরপর ওপেন হওয়া পেজ এ আবেদনকারীর তথ্য অংশে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ও ইমেইল এন্টার করুন ও ফি এর পরিমাণ, ভ্যাট এর পরিমাণ নিশ্চিত হয়ে” সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।